ষড়যন্ত্রকারীরা ঐক্যে শামিল হয়েছে: তথ্যমন্ত্রী
প্রকাশিত : ১৭:২৭, ২৭ সেপ্টেম্বর ২০১৮
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জাতীয় ঐক্যের পেছনে কত লোক আছে কত লোক নেই, এ বিষয়ে আমার কোনো মাথাব্যাথা নেই। তাদের এই ঐক্যে সম্পর্কে আমি সতর্ক। কারণ বাংলাদেশের তাবৎ ষড়যন্ত্রকারীর এই ঐক্যে শামিল হয়েছে।’
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের কাছে হাসানুল হক ইনু এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেছেন, ‘ কামাল হোসেন ও বি. চৌধুরী কীভাবে বিএনপি’র সঙ্গে একমত হয়। যেখানে বিএনপি-জামায়াত এখনো গাঁটছড়া অটুট রেখে বড় গলায় বলে জামায়াতকে ছাড়বে না। তিনি বলেন, কামাল হোসেন ও বি. চৌধুরী এক মঞ্চে দাঁড়িয়ে হাসে, এটা আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর হাসি। এই হাসি পাকিস্তানের হাসি।’
ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘এই আইন ডিজিটাল যন্ত্রপাতি দিয়ে ডিজিটাল অপরাধ মোকাবিলা করার আইন। এটা গণমাধ্যম বা সাংবাদিকদের স্বাধীনতার হস্তক্ষেপ করার কোনো আইন না। এর সঙ্গে সাংবাদিকদের কোনো সম্পর্ক নেই।’
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকরা উদ্বেগ প্রকাশ করেছেন, তাই আমরা তাদের সঙ্গে বসে আলাপ আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবো। সাংবাদিক নেতা ও সম্পাদক পরিষদ যে পরামর্শ দেবেন সেগুলো নিয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করবো।
এসি
আরও পড়ুন